রফিকুল ইসলাম রিটন,ভ্রামমান প্রতিনিধি কিশোরগঞ্জ:
বলছি কিশোরগঞ্জের কৃতিসন্তান জাতীয় হকি দলের খেলোয়ার ও আমার প্রিয় ব্যক্তিত্ব এবং বন্ধু এয়াসিন আরাফাত হিমেল এর কথা ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’- ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিলের বিখ্যাত সংলাপ এটি। এই সংলাপটি চাইলে ইয়াসিন আরাফাত হিমেল তার নামের সঙ্গেও জুড়ে দিতে পারেন। অনন্তের কাজের সঙ্গে হিমেলের কাজের কিন্তু দারুণ মিল! পার্থক্য কেবল চরিত্র চিত্রায়ণে। একজন ঢালিউডের পর্দা কাঁপানো নায়ক; অন্যজন হকি মাঠের। সিনেমার পর্দায় অঘটন ঘটনে দারুণ পটিয়সী অনন্ত জলিল। হকির হিমেলও কিন্তু অঘটনকে ঘটনে রূপদান করেছেন! অবশ্য এই কাজ করতে গিয়ে অনন্তের মতো দর্শকদের বাহবা কিংবা হাততালি তার জুটেনি। তবে অনেকের ভালোবাসা, দোয়া পেয়েছেন। একজন অসহায়, দুস্থ, অভাবী খেলোয়াড়কে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করেছেন হিমেল! পর্দার অনন্ত জলিলের অনেক অসম্ভব কাজের চেয়ে কোনো অংশে পিছিয়ে তাঁর (হিমেল) কাজ। মোহাম্মদ নিয়ামুল ইসলাম। কিশোরগঞ্জের এ উদীয়মান হকি খেলোয়াড় গত বছর দ্বিতীয় বিভাগ হকি লিগ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। লিগামেন্ট ছিঁড়ে দীর্ঘদিন বিছানায় ছিলেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না।
অসুস্থ নিয়ামুলের খোঁজটুকুও কেউ নিচ্ছিল না। এ সময় তার পাশে এসে দাঁড়ান কিশোরগঞ্জেরই সন্তান জাতীয় ও বয়সভিত্তিক হকি দলের খেলোয়াড় ইয়াসিন আরাফাত হিমেল। নিয়ামুলকে নিয়ে হিমেলের লেখা এক পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই পোস্টের সূত্র ধরে গণমাধ্যমের খবরে আসেন নিয়ামুল। এক কান দুই কান করে সেই খবর পৌঁছে যায় হকি ফেডারেশনের সম্মানিত সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছে। হকির বড় কর্তা নিয়ামুলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। সেই দায়িত্বই আজ পালন করলেন হকির সভাপতি। কিশোরগঞ্জ থেকে দুদিন আগে ঢাকায় আসেন নিয়ামুল। ভর্তি হন রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। সেখানেই আজ তার পায়ে সফল অস্ত্রোপচার হয়। হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলছিলেন নিয়ামুল। জানান পায়ে অপারেশনের কথা এবং ৪ ঘণ্টার সেই অপারেশন শেষে এখন বেডে শুয়ে বিশ্রাম নিচ্ছেন তিনি। পায়ে কিছুটা ব্যথা অনুভব করছেন। সুস্থ হতে কিছুদিন সময় লাগবে তার।
নিয়ামুল আরো জানান, আর কিছুদিন দেরি হলে পা’টাই কেটে ফেলতে হতো। নিয়ামুল হকি ফেডারেশনের কর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইয়াসিন আরাফাত হিমেলকে। সেই সঙ্গে যারা অপারেশনের টেবিল পর্যন্ত তাকে নিয়ে আসতে সহযোগিতা করেছেন; সেই সমস্ত মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিয়ামুল। সেই সঙ্গে সুস্থতার জন্য সকলের দোয়াও চেয়েছেন। সেই সাথে এয়াসিন আরাফাত হিমেল ভাই এর জন্যও দোয়া রইলো মহান আল্লাহ পাক আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন আমিন