স্টাফ রিপোর্টার:
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের কামালপ্রতাপ গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিক (৭৫) নামে সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। সোমবার রাত ৮ ঘটিকার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৃদ্ধ রাজ্জাক মল্লিক কামালপ্রতাপ গ্রামের নিজ বাড়ির ঘরে বসে কোরআন শরীফ পড়তে ছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে গুরুতর জখম করে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নড়াইলের এডিশনাল এসপি শেখ ইমরান ঘটনাস্থলে উপস্থিত হন এবং বলেন সুরতহাল রিপোর্ট শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।