নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘একটি গাছ একটি প্রাণ এই নিয়ে গড়বো সবুজ গ্রাম’ ‘সবুজের মাঝে সতেজ নিঃশ্বাস, আমরা জোগাবো বিজয়ের আশ্বাস’ স্লোগানে ‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন’ ডিবিওয়াইও’র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ২২ আগস্ট (শনিবার), সকাল ৮টায় রাজশাহী বাগমারা উপজেলায় আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও শিক্ষক, উদ্যোক্তা, সমাজসেবী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ দিকে ড্রীম বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (ডিবিওয়াইও) এর কার্যক্রমটি স্বাগত জানিয়ে রাজশাহী বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদ ১০০ টি (ফলজ, বনজ ও ঔষধি) বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা উপহার দিয়ে সহায়তা করেন। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সামিরা ইয়াসমিন বলেন- আমাদের সকলের দায়িত্ব পরিবেশের ভারসাম্য রক্ষা করা, আর এইজন্য সবাইকে নিজ উদ্যোগে বেশি বেশি বৃক্ষরোপণ করা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শাহিনুর ইসলাম এর সভাপতিত্বে ও সাব্বির আহমেদ এর পরিচালনায় একযোগে রাজশাহী মহানগর, নওহাটা, রাজশাহী পুঠিয়া, রাজশাহী বাগমারা উপজেলায় যাত্রাগাছি ফাজিল (স্নাতক) মাদ্রাসা, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভডাঙ্গা ইউনিয়ন, রাজশাহী দুর্গাপুর, নওগাঁ জেলার পোরশা ও ধামইরহাট উপজেলার ৮৪নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, চাঁপাইনবাবগঞ্জ, কানসাট, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা সহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্ব স্ব অবস্থান থেকে এ কর্মসূচি পালন করা হয়।।