মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগরে সরকারী রাস্তা জবর দখলের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। ২২ আগস্ট (শনিবার) সকালে রাস্তা উন্মুক্তের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলা এ মানববন্ধনে অংশ নেন প্রায় দুই শতাধিক মানুষ। প্রতিবাদ সমাবেশ বক্তব্যে হাসান আলী বলেন, আমরা অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের ইসলামপাড়ায় প্রায় সাত শতাধিক মানুষ বসবাস করে আসছি। এ পাড়ায় যাতায়াতের জন্য রয়েছে একটি সরকারী রাস্তা। যা জবরদখল করে রেখেছে ওই গ্রামের মো. আলাউদ্দিন মোড়ল।
সে রাস্তার ওপর নির্মাণ করেছে গোয়াল ঘর, গড়ে তুলেছেন খড়ের পালা এবং স্থাপন করেছেন টিউবয়েল। ফলে ওই রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করতে নানা বিড়ম্বনার শিকার হতে হয় প্রতিনিয়ত। গ্রামবাসী এসব স্থাপনা আলাউদ্দিন মোড়লকে সরিয়ে নিতে বললে, তিনি এলাবাসীর ওপর চড়াও হয় বিভিন্ন সময়। ঘটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। এসব থেকে পরিত্রাণ পেতে সরকারী বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে লিখিত অভিযোগ। দীর্ঘ বছরেও মেলেনি বিষয়টির সমাধান। রাস্তাটি হয়নি এখনও পাকাকরণ। দ্রুত রাস্তাটি দখলমুক্তসহ পাকাকরণের দাবি জানান অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া জনসাধরণ।