চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (২২ আগস্ট)দুপুরে চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলীনুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল।
চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান,যুগ্ম সম্পাদক ও উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সালাউদ্দীন শাহসহ আরও অনেকেই।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের জন্য মোনাজাত করা হয়।