সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

বন্যায় ত্রাণ সাহায্য নিয়ে পাশে দাঁড়ালো জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২০, ২:১৮ অপরাহ্ণ

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নে ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের গঠিত যেইউ সলিডারিটি ও ইচ্ছা গ্রুপ।

২২ আগস্ট (শনিবার) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যেইউ সলিডারিটি ও ইচ্ছা গ্রুপ।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায় এই শতকের বন্যাকে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা হিসেবে আখ্যায়িত করেছে। সরকারি তথ্যমতে বিগত সময়ের  ১৯৮৮, ১৯৯৮ সালের সকল বন্যাকে অতিক্রম করে সবচেয়ে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে এবারে বন্যা। যার ফলে পুরো দেশ বন্যার জলে ভাসছে। সারাদেশের ন্যায় এবারের বন্যায় উপজেলার প্রায় ৭ লক্ষ মানুষ পানিবন্দি। এতে ঘরবাড়ি তলিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে মহাসড়কগুলোতে। কেউবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

দেশের এমন ক্রান্তিকালে সরকারের সহায়তার পাশাপাশি যেইউ সলিডারিটি ও ইচ্ছা গ্রুপ গোবিন্দাসীর ১০গ্রামের ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। এই ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইচ্ছা গ্রুপ তানিয়া আশা ও যেইউ সলিডারিটি এর টিম লিডার আবদুল্লাহ মামুন। আরো উপস্থিত ছিলেন শহীদুল্লাহ, মোমিন, রবিউল, সাদ্দাম, সাইদুল সহ সংগঠনের কর্মীবৃন্দ, সাংবাদিক খাইরুল খন্দকার, কামরান পারভেজ ইভান, হাদি চকদার প্রমুখ।

থানা অফিসার ইনচার্জ মো রাশিদুল ইসলাম বলেন, সরকারের সহায়তার কিছুটা সীমাবদ্ধতা থাকার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। এভাবেই দেশের ক্রান্তিকালে তোমাদের তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এরকমভাবে সামাজিক কাজে যুক্ত থাকলে একদিন এই সমাজ মাদকমুক্ত হবে বলে আশা করছি।

সংগটনটির সহ-সভাপতি তানিয়া আশা বলেন, আমরা দেশের ক্রান্তিকালে যে কোন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াই। শুরু থেকেই আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় এবারও আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সংকটময় পরিস্থিতি যতদিন দীর্ঘই হোক, আমরা পাশে আছি ইনশাআল্লাহ।

খানুর বাড়ির বৃদ্ধা হাজেরা বেগম এই খাদ্য সহায়তা পেয়ে অনেক আনন্দিত হয়ে গ্রুপের গ্রুপের সকলের মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য সংগঠন দুটো দেশের বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ও সাবেক শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। সংগঠনগুলো প্রতিষ্ঠাকাল থেকেই দেশের ক্রান্তিকালে ত্রান সাহায্য, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ, মেডিক্যাল ক্যাম্প সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর