মো. স্বপন হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের শিকার উপজেলার আগলীর চর এলাকার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। আজ (শুক্রবার) সকালে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন ‘মানবতার পাকুন্দিয়া’ সামাজিক সংগঠন। খাদ্যসামগ্রী বিতরণের পর জুমার নামায আদায় করার জন্য পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও এলাকায় গেলে একটি মসজিদের ওযুখানার দুরাবস্থা দেখে মেরামতের জন্য অর্থ সহায়তা দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহব্বায়ক এম.এস. আল মামুন, উপদেষ্টা প্রভাষক তরিকুল হাসান শাহীন, রাকিবুল হাসান রাসেল, হিমেল রানা, হুমায়ুন কবির, আহব্বায়ক মাজাহারুল ইসলাম সনি, সদস্য সচিব শিবলীসহ সংগঠনের অন্যান্য সহকর্মীরাও।