নাঈম ইসলাম বাঙালি, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
হঠাৎ করে কিশোরগঞ্জ সদরের বাহিরের যত অটো গাড়ি আছে তাদের কে দিচ্ছে না ট্রাফিক পুলিশ সদরের ভিতর যেতে। তাই যাত্রীরা পড়েছে খুবই বিপদে! যাত্রীরা বলেন, আমাদের খুবই সমস্যা হচ্ছে এ অবস্থা পরিণত হওয়ার জন্য। আগে একটি গাড়িতে উঠেই আমরা কিশোরগঞ্জে পৌঁছাতে পারতাম কিন্তু এখন দুটি গাড়ি প্রয়োজন হয়। অর্ধের রাস্তা যাওয়ার পথে এক গাড়ি থেকে নেমে আবার সদরের ভিতর যেসব গাড়ি আছে সেই গাড়িতে উঠতে হয়।
এ জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে একদিকে আবার দুটি গাড়িতে উঠতে আমাদের ভাড়াও বেশি যাচ্ছে যেখানে পূর্বে ভাড়া ছিল ১৫ টাকা এখন লাগছে ২৫ টাকা করে, প্রায় অর্ধেক ভাড়া বেশি লাগছে এ পরিস্থিতি হওয়ার জন্য। তাই যাত্রী কর্মী ও গাড়িওয়ালারা এ নিয়ে আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুলছে। অঞ্চলের সচেতন মহল বলেন, একটি গাড়ি অন্য জায়গায় যেতে পারবে না এটা কেমন কথা। সকল গাড়ি অথবা যাত্রীদেরই ত একটা স্বাধীনতা আছে, তাই তাদের প্রসাশনের কাছে দাবী দ্রুত এই গাড়িদের কে সদরের ভিতর যেতে দেওয়া হোক।