পাবনার চাটমোহর উপজেলার ডিকসি বিলে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে স্থাপিত অবৈধ সুতি জাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাটমোহর, পাবনা-এর আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
অভিযানকালে বিলের বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ সুতি জালের স্থাপনা অপসারণ করা হয়। এ সময় প্রায় দেড় লক্ষ টাকার অবৈধ সুতি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আব্দুল মতিন, পার্শ্বডাঙ্গা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আহসান হাবিব, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আনসার সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “ডিকসি বিলের প্রাকৃতিক পরিবেশ ও মাছের প্রজনন ক্ষেত্র রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধভাবে সুতি জাল বসিয়ে বিলের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা জানান, এই অভিযানের ফলে বিলের পানিপ্রবাহ স্বাভাবিক হয়েছে এবং মাছের চলাচল সহজ হয়েছে। তারা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।