বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:২৫ অপরাহ্ণ
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়ম ও প্রহসনের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বি. এম. গোলজার হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে তিনি দাবি করেন, আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখে নির্ধারিত ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার কার্যক্রম চললেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশলে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করছেন। অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক নিজের পছন্দমতো প্রার্থীদের সমর্থন দিতে সহকর্মীদের ওপর ভয়ভীতি প্রদর্শন করছেন এবং অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্রে স্বাক্ষর না করতে গোপনে চাপ দিচ্ছেন।

গোলজার হোসেন অভিযোগে আরও উল্লেখ করেন, প্রধান শিক্ষক অতীতে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বোর্ডের বই বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনি একসময় জেল খেটেছেন এবং দীর্ঘ ৯-১০ বছর বহিষ্কৃত ছিলেন।

এ বিষয়ে ইউএনওর কাছে তিনি আবেদন করেছেন, অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রহসনমূলক নির্বাচন বন্ধ রেখে খোলামেলা ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হোক।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. আতিকুজ্জামান বলেন,অভিযোগের বিষয় তদন্ত চলছে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি অভিযোগটি তদন্তের জন্য মাধ্যমিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর