বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ই-পেপার

৫ দফা দাবী আদায়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে শহরের পুরান থানা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে  বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমীর কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
এছাড়াও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আজিজুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওঃ আজহারুল ইসলাম, জেলা রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক মোঃ আজিজুল হক কাজল, মাওঃ সানাউল্লাহ, এম.এইস লোকমান, খালেদ হাসান জুম্মন, জেলা শিবির সভাপতি হাসান আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর