বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

ই-পেপার

জুলাই সনদের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে জামায়াতের সমাবেশ-মিছিল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:২৫ অপরাহ্ণ

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল  করেছে।জামায়াতে ইসলামী টাংগাইল জেলা।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় টাংগাইল জেলা শহরের শহীদ মিনারের  সামনে  সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ। বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের টাংগাইল জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি,খেলাফত মজলিসের  জেলা সেক্রেটারি  মো. শহীদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আতাউর রহমান,  অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
৫ দফা দাবিগুলো হল- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সভাপতি র বক্তব্যে জেলা আমীর বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হাজার হাজার ছাত্রজনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নস্যাৎ করার দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জাতিকে সঠিক গন্তব্যে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের ৫দফা মেনে নিন। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এটা যারা চায় না তারাই জুলাই বিপ্লবের সাথে বেইমানি করছে। সুতরাং সকলে মিলে চূড়ান্ত বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীককে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর