টাঙ্গাইলের নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল মোমিন, বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, নাগরপুর থানার তদন্ত ওসি মো. আ. কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারীসহ বিভিন্ন ফসলের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী দিনে মামুদনগর ও নাগরপুর সদর ইউনিয়নের মোট ১০ হাজার ১৩০ জন কৃষকের মাঝে প্রতীকীভাবে বীজ ও সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষকদের সহায়তায় সরকারের এই প্রণোদনা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।