বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাহাদুরহাটে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ঠাকুরগাঁও অঞ্চল–২ এর উদ্যোগে এবং গ্রামীণ চক্ষু হাসপাতাল, ঠাকুরগাঁও-এর সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে এলাকার নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ডিভিশনাল কো–অর্ডিনেটর (এস.এস. লিভ জেনারেশন) আব্দুল মোনায়েম খান। সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের এলাকা ব্যবস্থাপক মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক (ঠাকুরগাঁও) আবু বক্কর, আঞ্চলিক সমন্বয়কারী (এস.এস. লিভ জেনারেশন) ফরিদা ইয়াসমিন, সহকারী জেলা সমন্বয়কারী দুলাল হোসেন এবং বাহাদুরহাট শাখা ব্যবস্থাপক মাজেদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ। বাহাদুরহাটের গৃহিণী সেলিনা বেগম বলেন, আমাদের মতো গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা সত্যিই অনেক উপকারের। চোখের সমস্যাটা আগে বুঝতে পারিনি, এখন চিকিৎসা নিতে পারছি।
চাপাপাড়ার নূরজাহান বেগম বলেন, আগে চোখে ঝাপসা দেখতাম। ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চোখ পরীক্ষা করার পর আমি চশমা পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন এবং আড়াই শতাধিক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। ব্র্যাকের এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর