বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ই-পেপার

নবাগত ইউএনও শেখ সালাউদ্দীন দিপুর কাছে অভয়নগরবাসীর প্রত্যাশা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ণ

মাদকমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নয়নমুখী অভয়নগর চায় মানুষ ‎‎যশোরের অভয়নগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ সালাউদ্দীন দিপু। দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার মানুষ এক নতুন আশায় বুক বাঁধছে। তারা মনে করছে এই তরুণ, কর্মঠ ও উদ্যোগী ইউএনওর হাত ধরেই অভয়নগর বদলে যাবে।

‎অভয়নগর একটি ঐতিহ্যবাহী উপজেলা, কিন্তু বছরের পর বছর নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এখানে জনদুর্ভোগ নিত্যদিনের বিষয়। তাই মানুষ এখন নতুন প্রশাসনিক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে বিশ্বাস নিয়ে, প্রত্যাশা নিয়ে।

‎আইনশৃঙ্খলা ও প্রশাসনিক দুর্নীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ চান মানুষ, স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউএনও পুরো উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনগণের সেবার জায়গায় ফিরিয়ে আনবেন। তারা চান, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হোক, অপরাধ দমন হোক বাস্তব পদক্ষেপে, কাগজে নয়।

‎ইউএনওর অধীনস্থ কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বছরের পর বছর ধরে চলছে। অভয়নগরবাসী আশা করছে এই প্রশাসনিক গলদ এবার বন্ধ হবে, দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

‎মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি চান অভয়নগরবাসী:মাদক এখন শুধু সামাজিক সমস্যা নয়, এটি এক নীরব মৃত্যুর ফাঁদ। যুবসমাজ ধ্বংস হচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, অপরাধ বাড়ছে। তাই মানুষ চায় ইউএনও শেখ সালাউদ্দীন দিপু মাদকবিরোধী অভিযানে থাকুন সামনের কাতারে যেভাবে তিনি অন্য উপজেলা গুলোতে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

‎বাজারে সিন্ডিকেট, অতিমূল্য আর দুর্নীতি চায় কঠোর অভিযান অভয়নগরের বাজারগুলো এখন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে। তারা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে। স্থানীয়দের দাবি বাজার মনিটরিংয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দৌরাত্ম্যের লাগাম টানতে হবে।

‎শিক্ষাক্ষেত্রে নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান মাদ্রাসা, স্কুল ও কলেজ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা নিয়মিত ক্লাসে আসেন না। এতে শিক্ষার মান ভয়াবহভাবে নেমে গেছে। অভিভাবকদের প্রত্যাশা, ইউএনও সরাসরি তদারকি করে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবেন এবং শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করবেন।

‎ভবদাহ–সুন্দলী অঞ্চলে পানি বন্দিত্বের স্থায়ী সমাধান চান মানুষ প্রতিবছর ঘেরভেড়ি ও পানি নিষ্কাশন না থাকায় ভবদাহ–সুন্দলী অঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়ে। ঘরবাড়ি জলমগ্ন, রাস্তা কাদায় ডুবে যায়। এ অবস্থায় কার্যকর পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন স্থানীয়রা।

‎স্বাস্থ্যসেবায় নজরদারি ও অনিয়ম দমনের দাবি অভয়নগরের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগীদের সঙ্গে হয়রানি ও ভুল চিকিৎসার অভিযোগ নতুন নয়। অভয়নগরবাসী চান, মাসে অন্তত একবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটর করা হোক।

‎সুদখোরদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চায় সাধারণ মানুষ অভয়নগরের গ্রামাঞ্চলে সুদখোরদের কবলে পড়ে বহু মানুষ সর্বস্বান্ত। এসব আর্থিক শোষণ বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে।

‎সরকারি সম্পদ উদ্ধার ও ফুটপাত দখলমুক্ত করার আহ্বান নওয়াপাড়া ও অভয়নগর এলাকায় সরকারি জমি, খাসজমি ও নদীঘেঁষা জায়গা দখল হয়ে আছে বছরের পর বছর। মানুষ চায়, ইউএনওর নেতৃত্বে এসব সম্পদ উদ্ধার হোক এবং হাইওয়ে ও ফুটপাত দখলমুক্ত করে মানুষের চলাচল নিশ্চিত করা হোক।

‎পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান চান সচেতন মহল অভয়নগরের ভৈরব নদে অবৈধ বালু ও মাটি উত্তোলন পরিবেশ ধ্বংস করছে। স্থানীয়রা আশা করছেন, ইউএনওর নির্দেশেই এসব অবৈধ কাজ বন্ধ হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা পাবে।

‎সবশেষে অভয়নগরের সাধারণ মানুষের একটাই দাবী “আমরা চাই আমাদের উপজেলা হোক উদাহরণ। দুর্নীতি নয়, উন্নয়ন এই হোক অভয়নগরের নতুন পরিচয়।”

‎নবাগত ইউএনও শেখ সালাউদ্দীন দিপুর প্রতি মানুষের এই বিশ্বাস, এই প্রত্যাশা যদি বাস্তবে রূপ নেয়, তবে অভয়নগর সত্যিই একদিন হয়ে উঠবে ‘মডেল উপজেলা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর