স্টাফ রিপোর্টার:
বুধবার সকালে হিরা (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে খানজাহান আলী থানা পুলিশ। জানা যায়, হিরা বেগম খুলনা ফুলতলা উপজেলার দামোদর কলোনি পাড়ার আমির হোসেন চৌধুরীর মেয়ে। এ ঘটনায় হিরা বেগমের স্বজন, স্থানীয়দের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তারা বলেন, লম্পট স্বামী এস,কে জিয়ামের পরক্রিয়ায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনা সম্পর্কে হীরার অবুঝ শিশু মোহাম্মদ (৪) অগোছানো কন্ঠে বলে, তার মাকে যারা ও তার বাবা (জিয়াম) রাতে হত্যা করেছে।
এ ঘটনায় জিয়াম কে গ্রেপ্তার করেছে খানজাহান আলী থানার পুলিশ। এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) কাছে জানতে চাইলে, তিনি জিয়ামের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলে, হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী জিয়াম-কে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে এখন সঠিক ভাবে বলা যাচ্ছে না এটা হত্যা না আত্মহত্যা। লাশ পোস্টমর্টেম- এ পাঠানো হয়েছে, রিপোট আসলে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।