গণঅধিকার পরিষদ (জিওপি)-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আল-আমীন মো. সিপন রানা, সভাপতি নাগরপুর উপজেলা যুব অধিকার পরিষদ, মো. কবির হোসেন নয়ন, টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদ; মো. মামুন মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক গণঅধিকার পরিষদ,মো. রবিউল ইসলাম ও মো. নাইম খান, সংগঠক নাগরপুর উপজেলা শাখা এবং মো. তাসরিফ হোসেন, নাগরপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
এছাড়াও গণঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য, সংগঠনের আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরিশেষে দেশের শান্তি, উন্নয়ন ও গণঅধিকার পরিষদের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।