শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

দেলদুয়ারে মাদারকোল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ণ

মাদারকোল নবারুণ যুব সংঘের উদ্যোগে আয়োজিত মাদারকোল ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ২৫ অক্টোবর ২০২৫, শনিবার বিকালে স্থানীয় একটি মাঠে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ। তিনি বলেন, ‘খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ,পরিশ্রমী ও নৈতিকভাবে শক্তিশালী করে তোলে। আমরা বিশ্বাস করি যে,খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজ আরও উন্নত ও আদর্শবান হয়ে উঠবে, যা দেশের জন্য উপকারি হবে।’
খেলাটির উদ্বোধন ঘোষণা করেন একই আসনের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে একদিকে যেমন শারীরিক ও মানসিক উন্নয়ন ঘটায়, তেমনি সমাজে সৌহার্দ্য, শৃঙ্খলা এবং সততার বোধ সৃষ্টি করে। আমাদের লক্ষ্য হল, ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা।’
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা আমির জনাব আল-মোমিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জনাব টিটু খান, ডা. আব্দুল কাদেরসহ স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উৎসবমুখর পরিবেশে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ খেলা, যা স্থানীয় তরুণদের মধ্যে খেলার প্রতি আগ্রহ এবং ইসলামী মূল্যবোধের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর