শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

আলীকদমে করাত কলে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত করাত কলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম এর নেতৃত্বে সম্প্রতি পরিচালিত এ অভিযানে পাঁচটি করাত কলের প্রতিটিকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সম্প্রতিকালে অভিযানে আইন প্রয়োগে সহযোগিতা করেন তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম, বিট অফিসার রনি পারভেজ, সংশ্লিষ্ট বন রক্ষী দল এবং আলীকদম থানা পুলিশ।
প্রশাসন জানিয়েছে, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২–এর বিধি–৭ ও বিধি–১২ লঙ্ঘনের কারণে এ জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অতিরিক্ত অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
স্থানীয় পরিবেশবাদীরা উপজেলা প্রশাসন ও বনবিভাগের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ করাত কল কার্যক্রম বন্ধ হবে এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা পাবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “যে সকল করাত কল সরকারি বিধি–বিধান অনুসরণ করছে না, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে। পরিবেশ সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর