আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২৫ অক্টোবর মাছপাড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত ফাইনাল খেলায় আটঘরিয়া ইয়াং স্পোর্টিং ক্লাব ১-০ গোলে ভরতপুর বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী স্মৃতি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন পুরস্কার ঘরে তুলে নেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদের সার্বিক ব্যবস্থাপনা মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সরদার সভাপতিত্বে
এসময় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের বিএনপি’র সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
উক্ত খেলাটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মিলন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল সরদার, সাধারণ সম্পাদক মুন্টু বিশ্বাস, সাংগঠনিক কফির মোল্লা, মাজপাড়া ইউনিয়ন যুব নেতা আবু সাইদ, মিন্ট সরদার, আকরাম হোসেন,
সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান সরদার, বিএনপির নেতা আজির খাু, ইয়ার আলী মোল্লা সহ মাজপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলা শেষে সন্ধ্যার পরে গান পরিবেশন ক্লোজ-আফ তারকা কন্ঠ শিল্পী ঐশি।
উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন
জেলা ক্রীড়া সংস্থার রেফারি ফজলুল হক, তার সহযোগী রেফারি ছিলেন আনিসুর রহমান ও এনামুল হক। খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল।