শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়ায় ভূয়া গোরস্থান কমিটির মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর মৌজায় ভূয়া গোরস্থান রক্ষা কমিটির নামে কতিপয় উৎশৃঙ্খল ব্যক্তির মিথ্যা প্রচারণা ও পথসভার প্রতিবাদে প্রকৃত জমির মালিক, ওয়ারিশ ও ক্রেতাগণের পক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   ২৫ অক্টোবর শনিবার দুপুরে রুহিয়া থানা প্রেস ক্লাবে রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে জানান, গত ২০ অক্টোবর ২০২৫ইং তারিখে রুহিয়া উত্তরা বাজারে ভূয়া গোরস্থান রক্ষা কমিটি নামে একদল অসাধু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে প্রকৃত মালিক মোঃ মহিউল ইসলাম ও তাঁর ভাই আলহাজ্ব মাওঃ মোঃ মুজহারুল ইসলামের বিরুদ্ধে অশালীন ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করে, গালি-গালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। বক্তারা জানান, উক্ত জমি তাঁদের পিতামহ মরহুম মফিজ উদ্দীন সরকারের বৈধ সম্পত্তি, যা সি.এস ও এস.এ খতিয়ান অনুযায়ী বংশীয় মালিকানাধীন। দীর্ঘদিন ধরে জমিটি তাঁরা ও তাঁদের ওয়ারিশগণ দখলে রেখে চাষাবাদ ও গাছ রোপণ করে আসছেন। পরবর্তীতে বৈধভাবে ক্রয়কৃত এই জমি মাঠ জরিপে তাঁদের নামে নথিভুক্ত হয় এবং খারিজও সম্পন্ন হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পরবর্তীতে কিছু কুচক্রী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে খারিজ বাতিল করলেও পরবর্তীতে এ.ডি.সি (রেভিনিউ) তদন্তপূর্বক রায় প্রদান করে তাঁদের বৈধ মালিকানা পুনর্বহাল করেন। এরপরও একই গোষ্ঠী নিজেদের তৈরি ভূয়া কমিটির নামে কবর ভাঙা ও জমি দখলের মিথ্যা মামলা দায়ের করে এবং পরবর্তীতে তাঁদের রোপণকৃত গাছ কেটে নেওয়ার অভিযোগে প্রকৃত মালিক পক্ষ মামলা দায়ের করেন (মামলা নং সি.আর. ১১৮/২০২৫, তারিখ ০৭/১০/২০২৫)। বক্তারা অভিযোগ করেন। এই ভূয়া কমিটি এখনো বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে। তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ জানান, যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয় এবং তাঁদের বৈধ সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর