শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুরে কৃষক নেতা হাতেম আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের গোপালপুরে কৃষক নেতা ও স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি ব্যক্তিত্ব হাতেম আলী খানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গোপালপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালপুর থানা ব্রীজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আশরাফ তালুকদার।
ব্রিটিশ আমলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী এ দেশের কৃষক আন্দোলনের কিংবদন্তি নেতা, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য হাতেম আলী খানকে স্মরণ করে বক্তারা তাঁর অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান।
উপজেলা কমিটির সম্পাদক এ. এম. মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নাট্যব্যক্তিত্ব খন্দকার নাসিমুল ইসলাম, গোপালপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রশিদ কান্দু ও সাবেক কাউন্সিলর হাবিব মণ্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “কৃষক নেতা হাতেম আলী খান ছিলেন সাধারণ মানুষের অধিকার আদায়ের এক নির্ভীক যোদ্ধা। তাঁর আদর্শ আজও আমাদের আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস।”
অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর