মানিকগঞ্জ ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডাঃ আবু বকর সিদ্দিক। শুক্রবার (২৪ অক্টোবর ) দৌলতপুর উপজেলার (সদর) চক মিরপুর ইউনিয়নের চরমস্তল গ্রামে সাধারণ ভোটারদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ডাঃ আবু বকর সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাওঃ আব্দুল হান্নান, দৌলতপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওঃ নজরুল ইসলাম,উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল করিম গাজী , দৌলতপুর দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা নাজমুল হক, দৌলতপুর উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও চকমিরপুর ইউনিয়ন জামাতের আমীর আব্দুল আলিম প্রমুখ। বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার জন্য সার্বিক সহযোগিতা ও দোয়া চান।