পাবনার ঈশ্বরদীতে বৃক্ষরোপণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ,মাদ্রাসায় শিক্ষার্থীদের খাদ্য বিতরণসহ বর্ণাঢ্য কর্মসূচির মধ্যে দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিকনির্দেশনায় সকাল ৮টার দিকে রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সংগীত গেয়ে পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন ও দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়। ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব এ কে এম সাজেদুজ্জামান জিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান পাতা, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সদস্য সচিব বিষ্ট সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এলবাস খাঁ, পৌর বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির নেতা আবু সাঈদ লিটন, পৌর বিএনপির নেতা তৌফিক খন্দকার সোহেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন নিফা, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলি বিশ্বাস টনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মুকুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাজু, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হিরোক সরদার, ঈশ্বরদী পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উজ্জ্বল, ঈশ্বরদী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম মাথা বাবলু, ঈশ্বরদী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম ছাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল রহমান জুয়েল, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি শেখ রিংকু, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মিঠন আহমেদ, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের নেতা নান্টুসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান কর্মসূচিতে শামসুদ্দিন আহমেদ মালিথা বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলার রাখাল রাজাখ্যাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতা-কর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের কান্তি কালেও বন্যা জলোচ্ছ্বাস ও মহামারীতে সহযোগিতার হাত বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েন। আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। কর্মসূচিতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, সকল বিএনপির নেতা-কর্মীদের কে একটি কথা বলবো আপনারা এমপি হবেন ভালো কথা, চেয়ারম্যান হবেন ভালো কথা, কেউবা আবার কাউন্সিলর হবেন ভালো কথা, আবার কেউ নেতা হবেন সেটাও একটা ভালো কথা। সর্বশেষ একটি কথাই বলবো আমি আপনারা পাঁচ এ আগস্টের পর থেকে দেশ গড়ার যে লক্ষ্য দাঁড়িয়েছেন আমরা।দলের কেন্দ্রে থেকে শুরু করে ওয়ার্ডের নেতা-কর্মীদের উদ্দেশ্যে একটি আহ্বান করবো জিয়াউর রহমানকে পড়ুন। আপনারা জিয়াউর রহমানকে পড়লে সততা দেশপ্রেম এবং মানুষের মাঝ থেকে কিভাবে নেতা হওয়া যায় সেটি জানতে পারবেন।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প কিছুদিন দেশ সেবা করার সুযোগ পেয়েছিলেন। তিনি যদি দীর্ঘ সময় দেশ সেবার সুযোগ পেতেন তাহলে এদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতেন। তার সহধর্মিনী আপোষীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। বিএনপি ক্ষমতায় এলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যায়। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশে ব্যাপক উন্নয়ন হবে। বৃক্ষরোপন কর্মসূচিতে ৫শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ও শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় সুরা ফাতিহা পাঠ করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।