পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে আগামীকাল (শনিবার) ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যানেজিং কমিটির নির্বাচন।
এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন নতুন সদস্য, কারা থাকছেন স্কুল পরিচালনার দায়িত্বে।
এবারের নির্বাচনে চার পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—
মোঃ রাশিদুল হাসান মানিক, মোঃ আবু ছালেক, মোঃ কেছমত আলী, মোঃ সোহেল রানা, মোঃ লিটন হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আয়নাল সরকার, মোঃ শরিফুল ইসলাম ও গোপাল দাস।
নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও গণসংযোগ। সমর্থকরা একে অপরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উৎসবমুখর পরিবেশে। অভিভাবক ভোটাররাও পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে নানাভাবে সক্রিয়।
বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে হান্ডিয়াল ও আশপাশের এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা।
বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন বলেন, “হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার শিক্ষার অন্যতম ভিত্তি। এই বিদ্যালয় নিয়ে আমাদের সবার গর্ব। আমি আশা করি, নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবেন।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী বলেন, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। একটি সক্রিয় ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সহযোগিতা বাড়বে, যা বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের মন্তব্য—
“হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গর্বের ঐতিহ্য। এই নির্বাচনের মাধ্যমে যেন সত্যিকারের শিক্ষাবান্ধব নেতৃত্ব উঠে আসে, এটাই আমাদের প্রত্যাশা।”
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ফলাফল ঘোষণা করা হবে ভোট গণনা শেষে।