শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

জমিজমা নিয়ে আধিপত্য বিস্তারঃ ফরিদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০ জন

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ

পাবনার ফরিদপুর উপজেলায় জায়গা দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজ্জাল মুন্সী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনাটি ঘটেছে গতপরশু বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর উপজেলার পুজ্ঞলী এলাকায় এই সংর্ঘষে ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গাজ্জাল মুন্সী মৃত রমজান মুন্সীর ছেলে। ঘটনার পরের দিন (২৪ অক্টোবর) গতকাল শুক্রবার রবি প্রামানিকের ছেলের সুন্নাতে খৎনা অনুষ্ঠান উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল ৩/৪ দিন ধরে। এই সংঘর্ষে গুরুতর আহত হন গাজ্জাল মুন্সীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন। আহতদের মধ্যে রয়েছেন মৃত নাছির মোল্লার ছেলে সওকত মোল্লা (আশঙ্কাজনক), সাবেক সেনা সদস্য ও ভুক্তভোগী আবু হেনা মোস্তফা কামাল, রবি প্রামানিক, হালিম মুন্সী, রুহুল আমিন বুলু, রমজান, রাঙ্গা প্রাং, রেজাউল প্রাং, গিয়াস, সাগর মন্ডলসহ আরও অনেকে।

ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাজ্জাল মুন্সীকে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলা হয়েছে গতকাল দুইটি, দুই মামলায় দুইজন গ্রেফতার আছে। একজন কুদরত-এ-খোদা অন্যজন মিলন ওরফে ধলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর