শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

৭ দফা দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

সারাদেশের শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবির অংশ হিসেবে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২০ অক্টোবর) বেলা ১২টায় শহরের শহিদী মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, “২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৭৫% উৎসব ভাতাসহ ৭ দফা দাবি অবিলম্বে মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনুন। শিক্ষকরা ন্যায্য দাবিতে রাস্তায় অবস্থান করছেন, এটা জাতির জন্য লজ্জাজনক।”
তাঁরা আরও বলেন, সরকার যতদিন আমাদের দাবি পূরণ না করবে, ততদিন আমরা কর্মবিরতি পালন করবো এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু সাইদ, অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার, মোঃ রুস্তম আলী, অধ্যাপক বশির আহমেদ ও সানাউল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর