শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভিডিও রেকর্ড করার প্রয়োজন নেই, আজ আপনাদের সঙ্গে মন খুলে কথা বলব” — মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন

‎ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ):
আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:১৫ অপরাহ্ণ

‎ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সোমবার(২০ অক্টোবর)   দুপুরে নান্দাইল প্রেসক্লাবে  সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভায় অংশ নেন। সভার শুরুতেই তিনি বলেন, “ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন নেই। আজ আপনাদের সঙ্গে মন খুলে, খোলামেলা আলাপ করতে চাই।”

‎বিএনপির এই নেতা বলেন, “আমাকে কেউ ‘স্যার’ ডেকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। রাজনীতি করতে এসেছি জনগণের পাশে থেকে, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। আমার কাছে রাজনীতি মানে সেবা ক্ষমতার প্রতিযোগিতা নয়।”

‎তিনি আরও বলেন, “আমার জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাটিয়েছি দেশের জন্য। এখন অবসর জীবনে নান্দাইলবাসীর কল্যাণে কিছু করতে চাই। আমি রাজনীতিতে এসেছি মানুষের মুখে হাসি ফোটানোর আশায়। জনগণের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় পুঁজি।”

‎আনোয়ারুল মোমেন বলেন, “নান্দাইলের সম্ভাবনা সীমাহীন। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, শিক্ষিত এবং উদ্যমী। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো—সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে। আমি চাই, রাজনৈতিক বিভাজন ভুলে সবাই মিলে নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করতে।”

‎তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনি সমাজকে বদলে দিতে পারে। আমি চাই আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখবেন, জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সচেতন ও অগ্রসর করে তোলে।”

‎বিএনপির এই মনোনয়ন প্রার্থী আরও বলেন, “আমি নান্দাইলের সন্তান, এই মাটিতেই জন্মেছি। এখানকার মানুষের সুখ-দুঃখ আমার নিজের মতোই অনুভব করি। তাই রাজনীতিকে পেশা নয়, বরং দায়িত্ব হিসেবে নিয়েছি। আমি চাই সবাই আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখুক—যে মানুষের পাশে থেকে কাজ করতে চায়।”

‎তিনি বলেন, “যদি দল ও জনগণ সুযোগ দেয়, তাহলে আমি নান্দাইলকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন হবে শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিয়ে। আমি চাই নান্দাইল হোক শান্তি, ঐক্য ও উন্নয়নের প্রতীক।”


‎এসময় উপস্থিত ছিলেন  নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর ফারুক নোমানী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু তাহের সিদ্দিক প্রমুখ।

‎মতবিনিময় সভায় নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল , সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, কালের কন্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি,নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এ বি সিদ্দিক খসরু,নান্দাইল সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, নান্দাইল প্রেসক্লাব অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, দৈনিক খোলা কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধ এহসানুল হক তানভীর, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক রমজান আলী   সহ নান্দাইল প্রেসক্লাবের  বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাংবাদিকরা মুক্তভাবে বিভিন্ন প্রশ্ন করেন এবং নান্দাইলের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন।

‎সভা শেষে মেজর জেনারেল (অব.) আনোয়ারারুল মোমেন বলেন, “আমি রাজনীতি করতে এসেছি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আমি চাই নান্দাইলের প্রতিটি মানুষ যেন গর্ব করে বলতে পারে এটাই আমাদের এলাকা, এটাই আমাদের নান্দাইল ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর