পাবনার চাটমোহর পৌর সদরের স্টার মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি ও পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) নির্বাচনী এলাকার বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাসান জাফর তুহিন।
সড়ক ঝাড়ু দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযানের সূচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপি নেতা ও সাবেক পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান তারেক রহমান, পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ এম জাকারিয়া, উপজেলা যুবদল সভাপতি মোঃ গোলজার হোসেন, পৌর যুবদল সভাপতি তানভীর জুয়েল লিখন, যুবনেতা মাসুমসহ ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জাফর তুহিন বলেন, “আমাদের চারপাশের পরিবেশের পাশাপাশি নিজেদের ঘরবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। চাটমোহরবাসীকে আমি আহ্বান জানাই—সচেতনতার সাথে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলুন। একইসঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ, তারা যেন দায়িত্বশীলভাবে ময়লা ব্যবস্থাপনার কাজ সম্পন্ন করেন।”