পাবনার চাটমোহরে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ, হরিপুর ও গুনাইগাছা ইউনিয়নের প্রশাসক মো. খলিলুর রহমান, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সোঁতিবাধের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি টানানো থাকায় জনমনে নানান প্রশ্নের সঞ্চার হয়েছে। জনসাধারণের মধ্যে গুঞ্জন রয়েছে বিএনপি’র কোন নেতা অথবা সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অবৈধ সোঁতীবাধ দিয়ে পানি প্রবাহ বন্ধ ও চলনবিল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের জন্য চেষ্টা করে যাচ্ছে! অপকর্ম ঢাকতেই দলীয় প্রধানদের ছবি টানানো হতে পারেন। বিষয়টিতে দলীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি গোলজার হোসেন বলেন, সারা বাংলাদেশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি লাগানো আছে। কেউ হয়তো সোঁতিবাধের সাথে ফেস্টুনগুলো লাগিয়ে রেখেছে।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, উপজেলার বিলচলন ইউনিয়নের খলিসাগাড়ী বিল ও কিনু সরকারের ধর-এ পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে সোঁতিবাধ স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়। এক শ্রেণীর অসাধু চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে জানান তিনি। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।