বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, চাটমোহরে ২ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৫৮ অপরাহ্ণ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাবনার চাটমোহর উপজেলার সাধারণ (জেনারেল), ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও আলিম—এই তিন শাখায় মোট ২ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এর মধ্যে সাধারণ শাখার ৯টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ১ হাজার ২৫৮ জন; পাস করেছে ৫০১ জন এবং ফেল করেছে ৭৫৭ জন। পাসের হার ৩৯ দশমিক ৮২ শতাংশ।
ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখায় ৯টি কলেজ থেকে পরীক্ষার্থী ছিল ৭৪৮ জন; পাস করেছে ১৫৩ জন এবং ফেল করেছে ৫৯৫ জন। পাসের হার মাত্র ১৬ দশমিক ৬৬ শতাংশ।
অন্যদিকে, আলিম শাখার ৫টি মাদ্রাসা থেকে মোট পরীক্ষার্থী ছিল ১৪৭ জন; পাস করেছে ১০৬ জন এবং ফেল করেছে ৪১ জন। পাসের হার ৭২ দশমিক ১০ শতাংশ।
উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করতে পারেনি। এই দুটি প্রতিষ্ঠান হলো- চাটমোহর সরকারি কলেজের বিএম শাখা এবং চলনবিল আদর্শ কলেজ। ফলাফল প্রত্যাশার তুলনায় দুর্বল হওয়ায় স্থানীয় শিক্ষা মহলে হতাশা দেখা দিয়েছে।
চাটমোহর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল ইসলাম বলেন, “ফলাফল পর্যালোচনায় দেখা গেছে কিছু প্রতিষ্ঠানে পাঠদানের ঘাটতি ও শিক্ষার্থীদের অনীহা রয়েছে। আমরা এসব প্রতিষ্ঠানকে বিশেষ পর্যবেক্ষণে রাখব। আগামী বছর ফল উন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর