পাবনার সাঁথিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: আসিফ রায়হান। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
যোগদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আসিফ রায়হানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আসিফ রায়হান বলেন, “আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, সাঁথিয়া উপজেলার মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় একটি অঞ্চলে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমি আন্তরিকভাবে কাজ করব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না বলেন, “সাঁথিয়া উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নবাগত সহকারী কমিশনার (ভূমি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, মো: আসিফ রায়হান প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। এর আগে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তার যোগদানের মাধ্যমে সাঁথিয়া উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।