বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

সমাজ বাজারে জারিফ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:২৮ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার সমাজ বাজারে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে “জারিফ ডায়াগনস্টিক সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সমাজ বাজারে আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু।
তিনি বলেন, “বর্তমান সময়ে সুলভ ও মানসম্পন্ন চিকিৎসা সেবা জনগণের মৌলিক চাহিদা। জারিফ ডায়াগনস্টিক সেন্টার এ এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি আশাবাদী। এই উদ্যোগ সমাজ বাজারসহ আশপাশের মানুষের উপকারে আসবে।”
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নাজিম উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ গোলাম সরোয়ার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এই অঞ্চলে মানসম্মত পরীক্ষা-নিরীক্ষা সেবার অভাব ছিল দীর্ঘদিন। জারিফ ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত কর্মীবাহিনী দিয়ে জনগণকে নির্ভরযোগ্য সেবা প্রদান করবে। আমি আশা করি এটি একদিন পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হাসেম এবং সদস্য সচিব মোঃ রাশিদুল ইসলাম হেলাল। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকার তরুণ উদ্যোক্তা মোঃ মানিক হোসেন, মোঃ মনজুরুল ইসলাম ও মোঃ নাঈম হোসেন জারিফ ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠা করেন।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক মোঃ মানিক হোসেন ও মনজুরুল ইসলাম বলেন, “আমরা চাটমোহরের মানুষকে ঢাকা বা শহরমুখী না করে নিজ এলাকায় সেবা দিতে চাই। স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরীক্ষার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাহিদুল ইসলাম বলেন, “মানবিক সেবা ও সততা আমাদের মূল মূলনীতি। এখানে কোনো রকম অবহেলা বা প্রতারণার স্থান হবে না।”
বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম বলেন, “তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সমাজ উন্নয়নে এগিয়ে আসবেন বলে আশা করি।”
শেষে অতিথিরা ফিতা ও কেক কেটে জারিফ ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর