বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

আস্থা ও মানবতার প্রতীক জিএম নাজমুস সাদাত সুজা

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ

ফরিদপুর উপজেলার সাভার গ্রামের সরকার পরিবারের কৃতী সন্তান জিএম নাজমুস সাদাত সুজা এলাকার মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। ১৯৭৩ সালে ফরিদপুর থানার ফরিদপুর ইউনিয়নের সাভার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি মরহুম গোলজার হোসেন সরকারের জ্যেষ্ঠ পুত্র। মরহুম গোলজার হোসেন সরকার ছিলেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার জন্য তিনি এলাকাবাসীর কাছে আজও স্মরণীয়।

জিএম নাজমুস সাদাত সুজা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষা, চরিত্র ও ব্যক্তিত্বে তিনি বাবার আদর্শেরই প্রতিচ্ছবি।

মরহুম গোলজার হোসেন সরকারের ছয় পুত্র ও এক কন্যার মধ্যে বড় ছেলে অধ্যাপক ডা. সাব্বির রহমান পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ছিলেন। দ্বিতীয় ছেলে মরহুম অ্যাডভোকেট জারজিস আহমেদ যশ ছিলেন বিশিষ্ট আইনজীবী। তৃতীয় ছেলে গোলাম ফারুক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেছেন। পরবর্তী দুই ভাই সাইফুল আজম ও সাইফুল ইসলাম লিটন ব্যবসা ও পারিবারিক সম্পত্তির তত্ত্বাবধানে যুক্ত ছিলেন। একমাত্র কন্যা উম্মে শামীম ডলি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এ পরিবারের ত্যাগী সদস্য মরহুম সাইফুল ইসলাম লিটন ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। নির্ভীক, সৎ ও ত্যাগী এই নেতা ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি নিজ কন্যার সামনে নির্মমভাবে খুন হন। তার মৃত্যুতে পুরো ফরিদপুর অঞ্চলের গরিব-দুঃখী মানুষ হারায় এক সৎ, সাহসী ও মানবিক নেতা। সেই ঘটনার পর থেকে সরকার পরিবার নানা নির্যাতন ও অবহেলার শিকার হলেও ন্যায়ের পথে অবিচল থেকেছে।

বর্তমানে মরহুম চেয়ারম্যান গোলজার হোসেন সরকারের ছোট ছেলে জিএম নাজমুস সাদাত সুজা ফরিদপুর ইউনিয়নের মানুষের কাছে এক আস্থার নাম। শিক্ষিত, মার্জিত ও মিষ্টভাষী এই নেতা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করছেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত ‘সরকার বাড়ি ফাউন্ডেশন’ এর মাধ্যমে প্রতিবছর দরিদ্র জনগোষ্ঠী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ফরিদপুর উপজেলা পর্যায়ের পরিচিত এই মুখ দলের আদর্শে বিশ্বাসী থেকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। পেশিশক্তি ও অপরাজনীতির বিরোধিতায় তার অবস্থান স্পষ্ট ও বলিষ্ঠ।
এলাকাবাসীর মতে, শিক্ষিত, ভদ্র ও নীতিবান এই মানুষটি এখন ফরিদপুর ইউনিয়নের জনমানুষের প্রিয় নেতা।

জিএম নাজমুস সাদাত সুজা বলেন,আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠা করা এটিই আমার জীবনের লক্ষ্য।

তিনি আরও জানান, ভবিষ্যতে এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠায় কাজ করে যেতে চান।

এলাকাবাসীর ভাষায়,সৎ বাবার সৎ সন্তান জিএম নাজমুস সাদাত সুজা আমাদের ইউনিয়নের উন্নয়নের রূপকার হয়ে উঠবেন এটাই আমাদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর