“সমম্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দূর্যো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশোমন দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল দশটায় র্্যালীটি উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন,
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন সিনিয়র ব্যবস্থাপক অলিকুল, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা লিডার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
তিনি আরো বলেন, দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ও জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। দুর্যোগ প্রশমনে প্রস্তুতি ও আগাম সতর্ক বার্তার উপর গুরুত্বারোপ করে তিনি ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।