পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিবিসি বাংলায় প্রচারিত দেশনায়ক তারেক রহমানের সাক্ষাৎকারটি সাধারণ মানুষের দেখার সুযোগ করে দেওয়া হয়। শনিবার (১১ অক্টোবর) রাতে অষ্টমনিষা বাজারে প্রজেক্টরের মাধ্যমে এই সাক্ষাৎকার প্রদর্শনের আয়োজন করা হয়।
স্থানীয় শতাধিক মানুষ এ সময় উপস্থিত থেকে মনোযোগ দিয়ে সাক্ষাৎকারটি দেখেন। এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উৎসাহ। কেউ কেউ জানান, টেলিভিশনে দেখার সুযোগ না পেয়ে মাঠে বসেই এই আয়োজনে অংশ নিয়েছেন তারা।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী ও সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন। তাদের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহাগ গাজী বলেন, “তারেক রহমানের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তরুণ প্রজন্ম এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন করে অনুপ্রাণিত হয়েছে।”
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে।