দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের আয়োজন আটঘরিয়া মিনি স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ জয় লাভ করেছেন।
আজ শনিবার ১১ অক্টোবর বিকালে আটঘরিয়া উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৫ম ম্যাচে সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ বনাম চাটমোহর চিকনাই ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন তুষার।
সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়থ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক শফিউদ্দিন শফি।
বিশেষ অতিথি ছিলেন আটঘরিয়া পৌর যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন প্রমুখ।
সাবেক ফুটবলার গোলজার হোসেন, আব্দুল মতিন সহ উক্ত খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল।
উক্ত খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি জাহাঙ্গীর আলম, তার সহযোগী রেফারি ছিলেন রঙ্গন ও মাসুম।
উক্ত খেলায় সরকারি এডওয়ার্ড কলেজ ফুটবল একাদশ ৭-০ গোলে চাটমোহর চিকনাই ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব অর্জন করেন।
আগামীকাল ১৪ অক্টোবর আটঘরিয়া মিনি স্টেডিয়ামে ফায়ার সার্ভিস বনাম লক্ষীপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।