“স্বপ্ন গড়ি সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি”এই স্লোগানকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে সকাল ১১টার সময় অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ৮ অক্টোবর আয়োজিত দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলাম।
বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা.সুপ্রভা রাণী, আটঘরিয়া থানার অফিসার ইনর্চাজ ওসি শফিকুজ্জামান সরকার, কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন
আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবস্থাপক অসিকুল ইসলাম, প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধদপ্তরের সিএস মাহমুদুল হত, প্রশিক্ষণ আহমেদ রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশ গ্রহন করা প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় রাখতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা,তাদেন প্রতি সব রকমের সহিংসতা এবং সির্যাতন রোধ করা।