বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল চাটমোহর পৌর শাখার মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) চাটমোহর পৌর সদরের বালুচর এলাকায় সবুজ সংঘের সামনে এ মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
চাটমোহর পৌর তাঁতীদল সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা তাঁতী দলের ভারপ্রাপ্ত আহবায়ক বাহারুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন পাবনা জেলা তাঁতীদলের সদস্য সচিব অধ্যাপক নাজিম উদ্দিন সাগর।
চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা তাঁতীদল সভাপতি মোঃ নূরুল ইসলাম সামাদ, সাধারণ সম্পাদক গোলাম আজম, চাটমোহর বিএনপি নেতা আব্দুস সালাম সরকারসহ অন্যান্যরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা দলের বর্তমান প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটমোহর পৌর তাাঁতী দলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার ।