পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাউড়ি কান্যালপাড়া গ্রামের বাসিন্দা মোছা আলেয়া খাতুন (আলতা), স্বামী মৃত সোহরাব সরদার—এক অসহায় জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে। স্বামী মারা যাওয়ার পর থেকে জীবনের কঠিন সংগ্রামে একাই লড়ছেন তিনি। ভাঙা ঘর, অল্প খাবার, চিকিৎসার অভাব—সবকিছু মিলিয়ে এক চরম দুঃসহ বাস্তবতায় দিন কাটাচ্ছেন আলেয়া খাতুন।
অর্থের অভাবে নিজের ভাঙা ঘরটি মেরামত করতেও পারছেন না তিনি। প্রতিদিনের চাহিদা মেটানোই এখন তার জন্য এক কঠিন যুদ্ধ। এলাকাবাসী জানায়, আলেয়া খাতুন দীর্ঘদিন ধরে সরকারি বা বেসরকারি কোনো সহায়তা পাননি।
স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সামান্য সাহায্য পেলেই হয়তো তার মাথার উপর একটি নিরাপদ ছাউনি তৈরি করা সম্ভব।”
মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন আলেয়া খাতুন—একটি ঘর, একটি আশ্রয় এবং বাঁচার সামান্য আশা নিয়ে।