পাবনার আটঘরিয়া উপজেলার সঞ্জয়পুর গ্রামে রাতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুর গ্রামে শামসুল আলম ছেলে রাশিদুল ইসলামের বাড়ীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘরের জানালা খুলে ঘুমিয়ে পড়ে।
এসময় সংর্ঘবদ্ধ চোরের দল জানালা দিয়ে একটি বাটন মোবাইল ফোন, আট আনি রুপার একটি চেন সহ প্রয়োজনীয় জিনিস পত্র চুরি করে পালিয়ে যায়। এতে প্রায় ১০-১৫ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে তার।
ক্ষতি গ্রস্থ রাশিদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে অসাবধানতার বসত ঘরের জানালা খুলে ঘুমিয়ে পড়ি। বিছানার উপর বাটন মোবাইল ফোন বিকাশে টাকা সহ, আমার পাঁচ বছর বয়সের মেয়ের গলায় পরিহিত রুপার চেন চোরেরা চুরি নিয়ে যায়।
এবিষয়ে চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা কাছে জানতে চাইলে তিনি বলেন, বেশ কিছু দিন যাবত আমাদের এই গ্রামে সন্ধ্যার পরে ছিটকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটেছে।
এদেরকে যে কোন কৌশলে ধরে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া দরকার বলে মনে করছেন বিএনপির এই বর্ষিয়ান নেতা।