বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় ১৫টি পূজামন্ডপ পরিদর্শন করলেন পাবনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ

শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে মতবিনিময় করেছেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (১ অক্টোবর ) আটঘরিয়া পৌর সভা, দেবোত্তর, একদন্ত, লক্ষণপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নের  বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি একাধিক মতবিনিময় সভায় বক্তব্য দেন এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে,উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি,জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আইতুল, যুগ্ম আহবায়ক সুজন অলী,
দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক রতন মোল্লা, চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ইউসুফ আলী প্রাং, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল করিম সহ অনেকেই।
এসময় হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই অক্যবদ্ধভাবে ধানের শীষের ভোট দেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর