বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান কর্মস্থলে যোগদান

মো: রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ

হাইকোর্ট বিভাগের নির্দেশে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান পুনরায় তাঁর কর্মস্থলে যোগদান করেছেন।
সূত্র জানায়, অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে সি.আর-৩০৬/২০১৯ (চাটমোহর) মামলায় দণ্ডবিধি ৩৭৯/৪০৬/৪২০ ধারায় অভিযোগ ওঠে। ওই মামলার প্রেক্ষিতে ২৬ জানুয়ারি ২০২০ তারিখে তাঁকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এরপর বিসিএসআর (পার্ট-১) এর ৭৩ বিধি ও নোট-২ অনুযায়ী একই তারিখ থেকে তাঁকে ভাতাপ্রাপ্তভাবে সাময়িক বরখাস্ত করা হয়।
পরে সাময়িক বরখাস্তের এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। আদালতের আদেশের আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন গত ২৫ সেপ্টেম্বর এক পরিপত্র জারি করেন। সে পরিপত্রের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার অধ্যক্ষ মিজানুর রহমান নিজ কর্মস্থলে যোগদান করেন।
অধ্যক্ষ মিজানুর রহমান যোগদানের পর সাংবাদিকদের বলেন, “আমি আইনের প্রতি আস্থা রেখেই লড়াই চালিয়ে গিয়েছি। হাইকোর্টের আদেশের ফলে আজ পুনরায় আমার কর্মস্থলে যোগদান করতে পেরে আমি কৃতজ্ঞ। আশা করি, সকলের সহযোগিতা নিয়ে কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে পারব।”
অধ্যক্ষের পুনরায় যোগদানকে স্বাগত জানিয়ে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, “অধ্যক্ষ মহোদয়ের ফেরত আসায় আমরা আনন্দিত। তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষার মান উন্নত হবে বলে আমরা আশাবাদী।”
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনায় স্বস্তি ফিরে এসেছে এবং কলেজের একাডেমিক পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর