মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২০, ৭:৪০ অপরাহ্ণ

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে তিন মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৩ মে ২০২০, উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানোরায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর সাংবাদিকদের জানান, করোনা মহামারীতে যখন সারাদেশ আক্রান্ত, তখন কিছু অসাধু শ্রেণির লোক নাগরপুরে বিভিন্ন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছে।
দুপুরে মানোরাতে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। তৎক্ষণাৎ অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল মজিদ ও আব্দুল মান্নানকে আটক করে “বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ৪(গ) ধারা লংঘনের অপরাধে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং দুইটি বালুর ট্রলি জব্দ করা হয়। এছাড়া  অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

One response to “নাগরপুরে ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ীকে জেলহাজতে প্রেরণ”

  1. Dhaniram Mondal says:

    অনেক ভাল একটি কাজ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ পাওয়া মাত্র তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে পারলে নাগরপুর উপজেলাকে অপরাধ মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা সম্ভব। আমার বিশ্বাস নাগরপুর উপজেলার বর্তমান প্রশাসন দ্বারা সেটা অবশ্যই সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর