শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

সর্ব ইউ. আ`লীগের সাবেক নেতৃত্ব নিয়ে কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মন্তব্যে তীব্র প্রতিবাদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৯:৩১ অপরাহ্ণ

রফিকুল ইসলাম সজীব,স্টাফ রির্পোটার:

রোম /প্যারিস : গত ১৫ই আগস্ট ২০২০,এক অনলাইন আলোচনায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সফল নেতৃত্বকে “ বুড়ো অথর্ব “ উল্লেখ করে নজরুল- মজিবুরের নেতৃত্ব , বিশেষ করে ,নজরুল ধ্বংসপ্রায় আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন বলে মন্তব্য করেন ! যা পুরোপুরি সত্যের অপলাপ ছাড়া কিছু নয় বলে এক বিবৃতিতে উল্লেখ করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের ৭৫`পরবর্তী দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দ । বিবৃতিতে,জনাব আব্দুল গাফফার চৌধুরীকে স্বাধীনতার পক্ষ শক্তির একজন শক্তিশালী কলাম লেখক হিসাবে উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন , অনাহুত ও অনাকাঙ্ক্ষিতভাবে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের অত্যান্ত জনপ্রিয় সাবেক সভাপতি শ্রী অনিল দাস গুপ্ত ও সাবেক সাধারন সম্পাদক , বর্তমান উপদেষ্টা জনাব এম এ গনিকে “ বুড়ো ও অথর্ব নেতৃত্ব “ বলে প্রকাশ্যে গালি বা নিন্দা করে , যা সমগ্র ইউরোপের নেতা –কর্মিদের হৃদয়ে আঘাত করছে । শ্রী অনিল দাস গুপ্ত ও এম এ গনি , দীর্ঘপ্রায় ১৮ বছর দক্ষতার সাথে হাজার নেতা-কর্মির তীর্থস্থান বা লীলাভূমি ইউরোপে জম-জমাট আওয়ামী লীগ উপহার দিয়েছেন কিন্তু কোনদিন অর্থনৈতিক লেন-দেনের মতো জঘন্য অভিযোগ পাওয়া যায়নি ! বিএনপি –জামাত-শিবির অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেননি ! সেই নির্মোহ নেতৃত্বের প্রতি এহেন মন্তব্যে অত্যান্ত দুঃখজনক , অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ।

 

নেতৃবৃন্দরা বিবৃতিতে বলেন , পূর্বাপর রাজনৈতিক পরিচয়হীন , অর্থলিপ্সু , বিএনপি –জামাত –শিবিরের পৃষ্ঠপোষকতাকারী অর্থশিক্ষিতদের নিয়ে সমগ্র ইউরোপের সকল দেশে আওয়ামী লীগ যখন বিপর্যস্ত , মাত্র এক বছর সময়ে একটি টুইটুম্বুর দলকে জামাত-বিএনপির হাটে পরিনত করেছে ! তখন ত্যাগীরা দলকে সুসংগঠিত করার লক্ষে ঘুরে দাঁড়িয়েছে , ঠিক সেই সময়ে একটি উল্টো মন্তব্য – দুরভিসন্ধিমূলক বৈকি ? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিতসপ্নের সোনার বাংলা গড়ার অদম্য কারিগর , দেশরত্ন শেখ হাসিনার অর্জনগুলোকে ধ্বংস করার নিমিত্তে, চিরচেনা স্বাধীনতা বিরোধীদের নতুন কোন পায়তারা কিনা , তা আজ বড় প্রশ্ন ? অতএব , জনাব গাফফার চৌধুরীর এমন অনভিপ্রেত বক্তব্য বা মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই এবং তা থেকে বিরত থাকার আহবান জানাই । একইসাথে নেতৃবৃন্দরা , জামাত-বিএনপি- ফ্রিডম পার্টির চারণক্ষেত্র তৈরী হোতাদের হীন উদ্দেশ্য যে কোন মূল্যে প্রতিহত করার অঙ্গিকার ব্যাক্ত করেন । বিবৃতিতে স্বাক্ষর করেন , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জনাব কে এম লোকমান হোসেন ( ইতালী ) , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকী ( ফ্রান্স ) , প্রবাসী কল্যান সম্পাদক ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া জার্মানী । তুরস্ক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ ফারুক প্রিন্স ।

 

আয়ারল্যান্ড : আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি খোন্দকার মোনায়েম রানা , প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান , ডাবলিন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফিরোজ হোসেন ও সাধারন সম্পাদক অলক সরকার । অস্ট্রিয়া: বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়া শাখার উপদেষ্টা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম পাকন , অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফরহাদ , সাধারন সম্পাদক রানা বখতিয়ার , বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোঃ আলী , যুবলীগের সভাপতি বাবূ ইয়াসিন মিয়া । বেলজিয়াম: বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু , সাধারন সম্পাদক মনির হোসেন পলিন , বেলজিয়াম , সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস ছালাম , সহ সভাপতি রফিকুল ইসলাম ও ফারুক খান মজলিস । ডেনমার্ক : ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি এম এ লিঙ্কন মোল্লা , সাধারন সম্পাদক সাব্বির আহম্মেদ , সহ সভাপতি জাহিদ চৌধুরী , মোঃ শহীদ , সিনিয়র যুগ্ম সম্পাদক সামি দাস । ফ্রান্স : ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম , সহ সভাপতি এস এ শহীদ তাহের ভার , সহ সভাপতি জিয়াউল হক নাসির , সহ সভাপতি আব্দুল খালেক , সহ সভাপতি আবেদীন মিয়া , সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক । ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ আলী , সামাজিক উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু , যুগ্ম সম্পাদক হাসান সিরাজ । ফিনল্যান্ড : ফিনল্যান্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির , সাধারন সম্পাদক শাখায়াত হোসেন , সহ সভাপতি পলাশ কামালী ।

 

জার্মানী : আওয়ামী লীগের সিনিয়র নেতা আনোয়ারুল কবির , , মিজানুর খান , হাফিজুর রহমান আলম , সাবেক সাধারন সম্পাদক আবু জাফর স্বপন , খালেদ ইসলাম , সেলিম ভুইয়া , বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান । গ্রীস : গ্রীস আওয়ামী লীগ নেতা রাকিব মৃধা , রুবেল আহম্মেদ , জাকির হোসেন , গ্রীস আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ . এম রফিকুল ইসলা নান্টূ । পুর্তগাল : পুর্তগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ , সাধারন সম্পাদক শওকত ওসমান , মিজান মোল্লা । নেদারল্যান্ড : নেদারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাঈদ ফারুক , ভারপ্রাপ্ত-সভাপতি জনাব এমদাদ হোসেন , সহ-সভাপতি জনাব ইমরান হোসেন, সম্মানিত সহ-সভাপতি জনাব সন্দীপ কুমার দাশ, যুগ্ম-সাধারন সম্পাদক শ্যামল শীল, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন । স্পেন : স্পেন আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন আতা , সাবেক সভাপতি শাকিল খান পান্না , সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন , সভাপতি মোঃ বোরহান উদ্দিন , যুগ্ম সম্পাদক আব্দুর রহমান , যুবলীগের আহবায়ক ইফতেখার আলম । সুইজারল্যান্ড : সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম , সহ সভাপতি জাহানার বাশার । সুইডেন : সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ লিটন , সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ বারী , আবিদ খান , প্রচার সম্পাদক ইউসুফ আলী খান রতন , উপ প্রচার সম্পাদক আবছার আহম্মেদ , যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর