শামীম হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
বিগত বন্যা আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলা আক্রান্ত হয়। পানি শুকিয়ে গেলেও বেড়েছে রাস্তাঘাটে দূর্ভোগ।পানির স্রোতে ভেঙ্গে গেছে উপজেলা সমূহের অধিকাংশ রাস্তা। যান চলাচলের অনুপযোগী হয়ে গেছে সড়ক গুলো। এরই মধ্যে জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন। রাত্রিবেলা এসব ভাঙ্গাছোড়া রাস্তায় হরহামেশাই ঘটছে দূর্ঘটনা।
পথিমধ্যেই বিকল হয়ে যাচ্ছে যানবাহন। জেলার বিশ্বম্ভরপুর,তাহিরপুর, দিরাই,শাল্লা,ছাতক, জগন্নাথপুর,জামালগঞ্জ, ধর্মপাশা,দোয়ারা বাজার,দঃ সুনামগঞ্জ সহ সবকটি উপজেলাতে একই অবস্থা। এলাকা ঘুরে রাস্তা সংস্কারের তেমন কোন তৎপরতা দেখা যায় নি। এম্বুল্যান্স , যাত্রীবাহী গাড়ি সহ পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। এই দূর্দশা থেকে মুক্তি পেতে সবাই কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।।