বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

ই-পেপার

পাঁচ বছর ধরে অষ্টমনিষা বাজারের ভাঙা শেড, দ্রুত সংস্কারের দাবি ক্রেতা-বিক্রেতার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুরনো ও অন্যতম বৃহৎ বাজার অষ্টমনিষা। প্রায় পাঁচ বছর আগে ঝড়ে ভেঙে যায় বাজারের শেডগুলো। এরপর থেকে আজও তা সংস্কার হয়নি। ফলে খোলা আকাশের নিচে কিংবা পলিথিনের অস্থায়ী ছাউনির তলায় প্রতিকূল পরিবেশে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ বাজারের বেচাকেনা। সপ্তাহে দুই দিন (রবিবার ও বহস্পতিবার) এখানে বসে হাট। আশপাশের অন্যান্য বাজারের তুলনায় বড় হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এ বাজারে আসেন। তবে ভেঙে যাওয়া শেডগুলো দেখলেই বোঝা যায়, বাজারটি কতটা অবহেলিত কর্তৃপক্ষের কাছে। দীর্ঘদিন ধরে ছাউনি না থাকায় চরম দুর্ভোগে পড়ছেন ক্রেতা ও বিক্রেতারা। প্রশাসনকে বারবার জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ তাদের।

অষ্টমনিষা বাজারে আসা ক্রেতা শাহ-আলম ও বিক্রেতা মামুন আলী জানান, বাজার থেকে নিয়মিত রাজস্ব আদায় করা হলেও তার সুফল তারা পাচ্ছেন না। অবকাঠামোগত উন্নয়নের দিকে কর্তৃপক্ষের দৃষ্টি নেই। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের স্বার্থ।

স্থানীয়দের দাবি, বাজারের শেড সংস্কার না হলে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি ছাড়াও সরকারি রাজস্ব আদায়ও কমে যাবে। তাই অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরু করার জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, বাজারের শেড সংস্কারের বিষয়ে আমরা অবগত আছি। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, সরজমিন পরিদর্শন করে সংস্কারের প্রয়োজন হলে তা দ্রুতই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর