মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
নওয়াপাড়া পৌরসভার ০৪ ও ০৫ নং ওয়ার্ডের এ্যাডভোকেট হামিদ উকিলের বাড়ি হতে রেবেকা নেওয়াজের বাড়ি পর্যন্ত রাস্তার সীমানা নির্ধারণ প্রসঙ্গে নওয়াপাড়া পৌরসভার নির্বাহি প্রকৌশলী আসিম কুমার সোম এরএ স্বাক্ষরিত অত্র রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকদের- কে এ নোটিশ দেওয়া হয়।
নোটিশে ০৪ ও ০৫ নং ওয়ার্ডের এ্যাডভোকেট হামিদ উকিলের বাড়ি হতে রেবেকা নেওয়াজের বাড়ি পর্যন্ত অএ রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকদের নগর উন্নয়ন প্রকল্পের অধিনে ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষে আগামী ২১/০এ৮/২০২০ ইং রোজ শুক্রবার উক্ত রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকদের নিজ নিজ জমির কাগজ পএএ সহ উপস্থিত থাকিয়া জমির সীমানা নির্ধারণ পূর্বক রাস্তার সীমানা নির্ধারণ করার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
উক্ত নোটিশে সদয় অবগতির জন্য উপস্হিত থাকিয়া নগর উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ, ও মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসন ০২ শিরিনা বেগম- কে সদয় অবগতির জন্য অনুলিপি পেষ করা হয়।