শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

হিংসা বিভেদ ভুলে সকলকে একতাবদ্ধ থাকতে হবে আব্দুস সালাম পিন্টু 

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল):
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ৩ সেপ্টেম্বর বিকালে গোপালপুর পৌরসভা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে ও সম্পাদক কাজী লিয়াকতের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মজলুম জননেতা সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এখনো একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। সকল হিংসা বিভেদ ভুলে সকলকেই এখন ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।
উপজেলা ও শহর বিএনপির বর্ণাঢ্য আয়োজনে সভায় বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আমিনুল ইসলাম,সহ সভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওপেল চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলু, শহর বিএনপির সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, জাসাস সভাপতি শাহানুর আহমেদ সোহাগ, শহর যুবদলের সভাপতি আবদুল্লাহ আল মামুন উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।
এর আগে জাসাসের কণ্ঠশিল্পীরা বিভিন্ন উদ্দীপনামূলক গান পরিবেশন করে অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলেন। উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর