বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

ই-পেপার

বীরগঞ্জে জেসি বান্ধব গ্রীন স্কুল উদযাপন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ

শিক্ষার্থীদের প্রকৃতি ও মানবতার সাথে সংযুক্ত করা এবং বিদ্যালয়কে শুধু পাঠদানের জায়গা নয় বরং শেখার কেন্দ্র হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে জেন্ডার, সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জেসি) বান্ধব গ্রীন স্কুল উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে দেবীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও দামাইক্ষত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস।
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দামাইক্ষত্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, ইউপি সদস্য  আলিম উদ্দিন, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন ইসলাম শ্যামল রায় প্রমুখ।
বক্তারা বলেন, জেসি বান্ধব গ্রীন স্কুল শিক্ষার্থীদের পরিবেশবান্ধব সবুজায়ন অনুশীলনের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপন শেখায় এবং ৪৮ দিনের বিশেষ কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা দলবদ্ধভাবে স্কুলে পরিবেশবান্ধব বাগান পরিচালনা করবে। এখান থেকে তারা হাতে-কলমে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করতে পারবে, যা ভবিষ্যতে সমাজ পরিবর্তন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এসময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর